Home নিয়মিত স্কুল আঙিনা কিশোরকণ্ঠ পাঠক ফোরামের উদ্যোগে কুমারখালীতে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

কিশোরকণ্ঠ পাঠক ফোরামের উদ্যোগে কুমারখালীতে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

School-Aginaকুষ্টিয়ার কুমারখালীতে কিশোরকণ্ঠ পাঠক ফোরামের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। গত ৩১ জানুয়ারি শুক্রবার সকালে উপজেলার চকরঘুয়া আলাউদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কিশোরকণ্ঠ পাঠক ফোরামের সাহিত্য সম্পাদক আশরাফুল আলম। নন্দলালপুর ইউপি কিশোরকণ্ঠ পাঠক ফোরামের পরিচালক সোহাগ আহমেদ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমারখালী উপজেলা কিশোরকণ্ঠ পাঠক ফোরামের নির্বাহী পরিচালক মিজানুর রহমান রতন ও শহর শাখা কিশোরকণ্ঠ পাঠক ফোরামের পরিচালক মাসুদ রানা। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রনেতা মামুন হোসাইন ও সাইফুল ইসলাম। সংবর্ধনা অনুষ্ঠানে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় উপজেলার নন্দলালপুর ইউনিয়নের মধ্যে জিপিএ ৫ প্রাপ্ত ১২ জন মেধাবী কৃতী ছাত্রছাত্রীর হাতে সম্মাননা ক্রেস্ট এবং উপহারসামগ্রী তুলে দেয়া হয়।

SHARE

Leave a Reply