মেধার বিকাশ ও লালনে কিশোরকণ্ঠ নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে
-লে: কর্নেল (অব.) আতাউর রহমান পীর

সম্প্রতি কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরীর উদ্যোগে “কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০১৩” অনুষ্ঠিত হয়। শাহজালাল জামেয়া ইসলামীয়া স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত এই পরীক্ষায় নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৫ম থেকে ৯ম শ্রেণী পর্যন্ত সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। মেধাবৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করেন সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী লে: কর্নেল (অব:) আতাউর রহমান পীর। এসময় তিনি বলেন, ছাত্রছাত্রীদের মেধার বিকাশ ও লালনে কিশোরকণ্ঠ পাঠক ফোরাম নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান আর্তমানবতার পাশে দাঁড়ানো, শীতবস্ত্র বিতরণ, ত্রাণ বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ, বৃক্ষ রোপন কর্মসূচি, ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান সহ সমাজ ও ছাত্রকল্যাণমূলক কাজের মাধ্যমে কিশোরকণ্ঠ শিক্ষার্থীদের মানবকল্যাণ মূলক কাজে উৎসাহিত করছে। বৃত্তি পরীক্ষার হল পরিদর্শনকালে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মজির উদ্দিন, কাউন্সিলর সুহেল আহমদ রিপন, পাঠক ফোরামের মহানগরী প্রধান পৃষ্ঠপোষক আনোয়ারুল ওয়াদুদ টিপু, সাবেক প্রধান পৃষ্ঠপোষক মাহমুদুর রহমান দিলওয়ার, পৃষ্ঠপোষক মু. আব্দুর রাজ্জাক, মুহিবুর রহমান, সুহেল আহমদ, ফোরামের পরিচালক সিদ্দিক আহমদ ইয়্সুফ এবং সহকারী পরিচালক শামিম ফরহাদ প্রমুখ। হল পরিদর্শন কালে তারা সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে দেখে সন্তোষ প্রকাশ করেন। এসময় অধ্যক্ষ মজির উদ্দিন আশাবাদ ব্যক্ত করেন, মাদক, অপসংস্কৃতি, ঘুষ ও সন্ত্রাসে নিমজ্জিত সমাজে সত্য ও সুন্দরের পক্ষে কিশোরকণ্ঠের ভূমিকা অতুলনীয়।