এম আবু বকর শান্ত
খাঁচা ছেড়ে পাখি উড়ে
মিষ্টি সুরে গায়
গাছের পাতা ঝরে পড়ে
লাগছে আমার গায়।
পাপড়ি ফোটে রবি ওঠে
দেখতে সুন্দর বেশ
নদীর পানি হেসে চলে
জোয়ার-ভাটার দেশ।
আকাশে মেঘ ভেসে বেড়ায়
জেলে ধরে মাছ
সবুজ মাঠে রৌদ্র ঝড়ে
কৃষক করে চাষ।
এম আবু বকর শান্ত
খাঁচা ছেড়ে পাখি উড়ে
মিষ্টি সুরে গায়
গাছের পাতা ঝরে পড়ে
লাগছে আমার গায়।
পাপড়ি ফোটে রবি ওঠে
দেখতে সুন্দর বেশ
নদীর পানি হেসে চলে
জোয়ার-ভাটার দেশ।
আকাশে মেঘ ভেসে বেড়ায়
জেলে ধরে মাছ
সবুজ মাঠে রৌদ্র ঝড়ে
কৃষক করে চাষ।