আই এইচ এম শাহরিয়ার
এমন একটি দেশ চাই
যে দেশ হবে সবুজ শ্যামল
কৃষক ফলায় ধান
খেয়াঘাটে মাঝি থাকবে
বাউল গাইবে গান।
যে দেশ হবে গাছের ফাঁকে
দোয়েল পাখির সুর
চাঁদের সাথে একলা রাতে
দেখব অচিন পুর।
আই এইচ এম শাহরিয়ার
এমন একটি দেশ চাই
যে দেশ হবে সবুজ শ্যামল
কৃষক ফলায় ধান
খেয়াঘাটে মাঝি থাকবে
বাউল গাইবে গান।
যে দেশ হবে গাছের ফাঁকে
দোয়েল পাখির সুর
চাঁদের সাথে একলা রাতে
দেখব অচিন পুর।