নাছরিন আক্তার
নীল আকাশের সীমানায়
গাছগাছালির মাথায়
হাজার পাখি উড়ে উড়ে
মধুর কণ্ঠে গান গায়।
প্রভাতে লাল সূর্য ওঠে
সবুজ প্রকৃতির মাঝে
লাল সবুজের পতাকা তাই
এই দেশেতেই সাজে।
এই পতাকা স্বাধীনতার
আমার পরিচয়
এই দেশেতে জন্মে তাই
গর্ববোধ হয়।
নাছরিন আক্তার
নীল আকাশের সীমানায়
গাছগাছালির মাথায়
হাজার পাখি উড়ে উড়ে
মধুর কণ্ঠে গান গায়।
প্রভাতে লাল সূর্য ওঠে
সবুজ প্রকৃতির মাঝে
লাল সবুজের পতাকা তাই
এই দেশেতেই সাজে।
এই পতাকা স্বাধীনতার
আমার পরিচয়
এই দেশেতে জন্মে তাই
গর্ববোধ হয়।