Home তোমাদের কবিতা দেশটা আমার

দেশটা আমার

জামাল জাওহার

দেশটা আমার সোনা তামার
শতরূপার সাক্ষ্য
রঙধনুর রূপ নীলিমা চুপ
বইছে কপোতাক্ষ।
দেশটা আমার রঙিন জামার
কারু কাজের কারু
মনের সুখে কেউ না রুখে
পড়তে গেলে চারু।
দেশটা আমার সোনা মামার
অন্যের দেব ক্যানো?
পারবে নাতো দিতে হাত
থাকতে কাণ্ডজ্ঞানও।

SHARE

Leave a Reply