আব্দুল্লাহ আল মামুন সরদার
স্বাধীন সুখে মায়ের হাতে
কুলায় ভরা অনেক ধান
বাবার মুখে মায়ের বুকে
মা মাটি আর দেশের গান।
গুন গুনিয়ে গায় যে ভোমর
ফুল বাগিচার ফুলেতে
সুজন মাঝি ভাসায় তরী
রূপসা নদীর কূলেতে।
বকুল বেলি আকুল করতে
মাতলো মধুর গন্ধে
স্বাধীনতার সূর্য হাসে
জোসনা হাসে সন্ধ্যে।