ক্লাস নাইনে ভর্তি হওয়ার সময় বাবা ও ছেলের মাঝে কথোপকথন-
ছেলে : বাবা, আমি সায়েন্স, কমার্স নাকি আর্টস নেব?
বাবা : আমাদের ঘরে কি জায়গা কম আছে? তিনটাই একসাথে নিয়ে নাও।
সংগ্রহে : রাজিউর রহমান
মতিঝিল সর: বালক উচ্চবিদ্যালয়, ঢাকা
একদিন রাসেল দোকানে গিয়েছে তেল কিনতে। তেল কিনে সে রাগে দোকানদারকে বললÑ
রাসেল : আরে ভাই, তেলের সঙ্গে আমার ফ্রি উপহার কই?
দোকানদার : রাগছেন কেন? তেলের সঙ্গে কোম্পানিতো কোনো উপহার দেয়নি। আমি উপহার বানিয়ে দেব নাকি?
রাসেল : আরে মশাই, আমাকে বোকা বানাচ্ছেন, না? আমি কি মূর্খ নাকি যে পড়তে পারি না! তেলের বোতলের গায়েই তো লেখা আছে, কোলেস্টেরল ফ্রি! কই, সেটা তো দিচ্ছেন না।
সংগ্রহে : আবু ইউছুফ সুমন
হালিশহর, চট্টগ্রাম
শিক্ষক : সানি, বলো তো, পানির রাসায়নিক সঙ্কেত কী?
সানি : H I J K L M N O
শিক্ষক : তুমি এ কী বলছো?
সানি : স্যার, আপনিই তো গতকাল বললেন, পানির সঙ্কেত হচ্ছে H 2(to) O!
সংগ্রহ : ইব্রাহিম খলিলুল্লাহ
বেলকা, সুন্দগঞ্জ, গাইবান্ধা
ডাক্তারের কাছে গিয়ে আজম দেখল, চেম্বারের দরোজায় বড় করে লেখা আছে, ‘প্রথমবার ৫০০ টাকা, এরপর ৩০০ টাকা।’ ২০০ টাকা বাঁচাতে সে মনে মনে একটা বুদ্ধি আঁটল।
ডাক্তারের রুমে ঢুকেই বলল, ডাক্তার সাহেব, আবার এলাম। আমার অসুখ তো ভালো হলো না।
ডাক্তার ভ্রƒ কুঁচকে তাকালেন। মনোযোগ দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করলেন। তারপর বললেন, আগে যে ওষুধগুলো দিয়েছিলাম, সেগুলোই চলবে। এবার ঝটপট ৩০০ টাকা দিন।
সংগ্রহে : কামরুজ্জামান স্বপন
চরফ্যাশন, ভোলা
এক মাতাল পোস্ট অফিসে এসে বলল, আমার কোনো চিঠি আছে?
পোস্টম্যান : আপনার নাম?
মাতাল : দেখ, খামের ওপর লেখা আছে।
সংগ্রহে : শামছুল আলম
বিয়ানীবাজার, সিলেট
ছেলে : আম্মু আম্মু, সাবানটা একটু দাও তো।
আম্মু : তুই তো একটু আগে একটা সাবান নিয়ে গেলি। আবার সাবান চাচ্ছিস কেন?
ছেলে : আম্মু, ওই সাবানটাতে ময়লা লেগেছে। তাই ওটা পরিষ্কার করবো।
সংগ্রহে : এস.এম শরীফ
খানপুর, শ্যামনগর, সাতক্ষীরা
জুয়েল : তুই হাসতে হাসতে কাঁদতে পারিস?
রানা : গতকালই এমন করলাম।
জুয়েল : কিভাবে?
রানা : আব্বুর হাতে হাতুড়ির বাড়ি লাগায় আমার সেকি হাসি! সাথে সাথে আব্বু এমন চড় মারল যে…
সংগ্রহে : ফারজানা খাতুন
ডেমরা, ঢাকা
VEDIO
ভাল। তবে পুরনো জিনিস বেশী।
i like this story. because it fresh my mind
আপনাদের কিশোর কন্ঠের প্রত্যেকটা আইটেম খুব ভালো লাগে। আমার ইচ্ছা আমার প্রিয় মাসিক পত্রিকা কিশোর কন্ঠে আমার লেখা কোন আইটেম ছাপানো হবে। কিন্তু খামে করে লেখা পাঠাতে ভালো লাগে না,ইমেইল করে যদি লেখা পাঠানো যায় তাহলে প্লিজ বলবেন। তাহলে আমি আমার লেখা ইমেইল করে দিয়ে দিব। ইনশাল্লাহ।