ফারুক হোসেন..
ভাষার আছে ভিন্ন ভিন্ন রূপ
পাখির ভাষা পশুর মতো নয়
ভিন্ন রকম পশু পাখির ভাষা
জন্ম থেকেই ভিন্ন রকম হয়।
ঝর্ণাধারা ঝড়ো হাওয়ার গান
মেঘের আওয়াজ ঢেউয়ের কলতান
বৃষ্টিধারা পাতা ঝরার সুর
বজ্রপাতে শব্দেরা ভাঙচুর।
মশা মাছি পতঙ্গ গুঞ্জন
এসব ওদের ভাষার নানা রূপ
এই পৃথিবীর সব মানুষের ভাষা
এক হবে না কখনও তদ্রƒপ।
হাজার কণ্ঠ হাজার ভাষার ভিড়
‘বাংলা’ আমার প্রাণের ভাষা তাই
বিশ্বসভায় বাংলাদেশের হয়ে
আমি আমায় নিত্য খুঁজে পাই।