সোহেল রানা বীর
একুশ মানে আটই ফাগুন
রক্তঝরা দিনই
একুশ মানে সেই শহীদের
কাছে সবাই ঋণী।
একুশ মানে রক্তে রঙে
শহীদ মিনার আঁকা
একুশ মানে আন্দোলনে
রাজধানী ঐ ঢাকা।
একুশ মানে নীলাকাশের
টগবগে ঐ সূর্য
একুশ মানে মায়ের ভাষা
স্বাধীনতার তূর্য।
একুশ মানে ভাইয়ের জীবন
মায়ের ভাষায় গান
একুশ মানে তাঁদের স্মৃতি
রইবে গো অম্লান।