Home নিয়মিত ঝাঁপি থেকে ঝাঁপি থেকে ফেব্রয়ারী ১৪

ঝাঁপি থেকে ফেব্রয়ারী ১৪

Japiকে এম আমিনুল ইসলাম আব্দুল্লাহ
বগুড়া
– তোমার বন্ধু ঠিকই বলেছে, কখনো হাল ছেড়ে দিও না। চেষ্টা চালিয়ে গেলে একদিন সফলতা আসবে ইনশাআল্লাহ।
খন্দকার শামীম উদ্দিন
ঝিকরগাছা, যশোর
– অন্যের কথা বাদ দাও, তুমি বিভাগগুলোতে নিয়মিত অংশ নিতে থাকো। কিশোরকণ্ঠের পাঠকবন্ধু বৃদ্ধির জন্য চেষ্টা করছো তো।
শাহাদাত হোসেন
চর হরিশপুর, চাঁপাইনবাবগঞ্জ
– কিশোরকণ্ঠ তোমার কাছে সব সময় নতুন লাগে, ভালো লাগে, তোমার জন্য শিক্ষণীয়- এসব জেনে খুশি হলাম। তোমার অনুভূতিটুকু অন্য বন্ধুকেও বলো।
শাহাদাত হোসেন, পিপরুল, নাটোর
– তোমার সুস্থতার জন্য আমরা দোয়া করছি।
গোলাম কিবরিয়া (রিপন)
লেবুডাঙ্গা, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ
– এইতো এবার তোমাকে ‘ঝাঁপিতে’ তুলে নিলাম। আশা করি এখন থেকে কিশোরকণ্ঠের ওপর আর কোনো অভিমান থাকবে না। তুমি নিয়মিত লেখা পাঠাও।
মো: রাকিবুল আলম, হাটহাজারী, চট্টগ্রাম
– তোমার লেখার মান আরও ভালো হওয়া জরুরি। চেষ্টা অব্যাহত রাখো। লিখতে লিখতে এক সময় ভালো লেখক হওয়া যায়।
এইচ এম হাসান, খালিশাখালী, পিরোজপুর
– অসুস্থতার মধ্যেও লেখা পাঠিয়েছো! তোমাকে ধন্যবাদ। দোয়া করছি তোমার দ্রুত সুস্থতার জন্য।
রাশেদ হাসান, লালবাগ, ঢাকা
– সবই নিয়ম মতো চলছে। তুমিও ‘কিশোর জিজ্ঞাসায়’ অংশ নিতে পারো।
মো: ফারুক হোসেন
পাঁচবাড়ীয়া, নাটোর
– তোমার সালাম ও শুভেচ্ছা পেলাম। তুমিও আমাদের সালাম ও শুভেচ্ছা নাও। ফিচারের জন্য ছবি অপরিহার্য। ছবি ছাড়া ফিচারের কি তেমন কোনো আকর্ষণ থাকে? তুমি অন্য বিভাগে লেখা পাঠাও।
নাজমুল আলম হিমেল
মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়
– কিশোরকণ্ঠ তোমার শিক্ষা ও জ্ঞান বাড়াতে সাহায্য করে জেনে ভালো লাগলো। তোমার বন্ধুদেরকেও কিশোরকণ্ঠ নিয়মিত পড়ার জন্য উদ্বুদ্ধ করবে বলে আশা রাখি।
ইমরান হোছাইন তারকেজ
চুনতী মাদরাসা, চট্টগ্রাম
– তুমিসহ যারা বোর্ড পরীক্ষায় অংশ নিচ্ছ, তোমাদের প্রত্যেকের জন্য রইলো আমাদের অশেষ দোয়া।
রেদোয়ান হোসেন, সুবর্ণচর, নোয়াখালী
– কিশোরকণ্ঠ পড়ে তোমার কী মনে হয়? তোমাদের মেধা, মনন, শিক্ষা, প্রতিভার বিকাশ- সবকিছুর জন্যই তো কিশোরকণ্ঠ।
মো: নূরুজ্জামান বাবু, ধলবাড়িয়া, সাতক্ষীরা
– লেখার জন্য উপযুক্ত কাগজ ব্যবহার করবে। হাতের লেখা সুন্দর করার জন্যও চেষ্টা করবে। লেখা পাঠাতে থাকো, কখনো হতাশ হবে না।
মো: ইয়াছিন আলী
এম এম কলেজ, যশোর
– তোমার লেখা পেয়েছি বলেইতো ‘ঝাঁপিতে’ ঝটপট তুলে নিয়েছি। তুমি আরও ভালো লেখার চেষ্টা কর।
এস এম মাহবুবুর রহমান সুমন
মাইজদী, নোয়াখালী
– কিশোরকণ্ঠের পুরনো সংখ্যার জন্য সার্কুলেশন বিভাগের সাথে যোগাযোগ কর। কিশোরবন্ধু বৃদ্ধির জন্য তোমাকে মোবারকবাদ।

SHARE

Leave a Reply