Home নিয়মিত কিশোর জিজ্ঞাসা কিশোর জিজ্ঞাসা ফেব্রয়ারী ১৪

কিশোর জিজ্ঞাসা ফেব্রয়ারী ১৪

Giggashaমিজানুর রহমান
যাত্রাবাড়ী, ঢাকা
পূর্ণরূপ জানতে চাই-
PRGF =  Poverty Reduction and Growth Facility.
INA = Immigration and Nationalization Act.
নাজমুল আহসান
শ্রীপুর, গাজীপুর
মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ঢাকা শহর কোন সেক্টরের অধীন ছিল?
– দুই নম্বর সেক্টর।
সাঈদা আক্তার
কুমিল্লা
বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপ কোনটি?
– ভোলা।
মো: সাইদুর রহমান
বাঁশখালী, চট্টগ্রাম
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারিÑ এর রচয়িতা কে?
– আবদুল গাফফার চৌধুরী।
আরিফুর রহমান
মিরপুর, ঢাকা
কত তারিখে জাতিসংঘ দিবস পালিত হয়?
– ২৪ শে অক্টোবর।
ইয়াসিন খান
জামালপুর
ছিটমহল কী?
– ছিটমহল হলো কোন একটি রাষ্ট্রের এমন একটি এলাকা যে এলাকা চতুর্দিক থেকে অন্য একটি রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত। ছিটমহলটির সাথে সংশ্লিষ্ট রাষ্ট্রের মূল ভূখণ্ডের যোগাযোগ ও যাতায়াত সংশ্লিষ্ট ভিন্ন রাষ্ট্রটির মধ্য দিয়ে ছাড়া সম্ভব নয়।
নেজামুল ইসলাম
সাতকানিয়া, চট্টগ্রাম
পবিত্র কুরআনের সবচেয়ে বড় আয়াত কোনটি?
সূরা আল বাকারার ২৮২ নম্বর আয়াত।
সাজ্জাদ হোসাইন
কিশোরগঞ্জ
Light year কী?
আলোর গতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল। এই হিসাবে আলো এক বছরে যতটুকু দূরত্ব অতিক্রম করে ততটুকু দূরত্বকে লাইট ইয়ার বা আলোকবর্ষ বলে।
আবদুল মান্নান
শান্তিরহাট, ফটিকছড়ি
ইসলামী শিক্ষা দিবস কত তারিখে পালিত হয়?
– ১৫ আগস্ট।
মাকসুদুর রহমান
নীলক্ষেত, ঢাকা
কোন দেশের পতাকা কখনো অর্ধনমিত করা হয় না?
-সৌদি আরব এবং ইরান।
ফাতেমা আক্তার
সদর, চট্টগ্রাম
আল কুরআনের প্রথম নাজিলকৃত আয়াত কোনটি?
– সূরা আলাকের প্রথম পাঁচ আয়াত।
জাহিদুল ইসলাম
ছাগলনাইয়া, ফেনী
কোন সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেয়া হয়?
– ১৯৬৯ সাল থেকে।
আলফাজ হোসাইন
উদয়পুর, সুনামগঞ্জ
বিশ্বের সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয় কোন নদী দিয়ে?
– আমাজান।
নজরুল ইসলাম
বারীনগর, যশোর
২১ ফেব্র“য়ারি কবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায়?
– ২০০০ সালে।
আহসান হাবীব
মালিবাগ, ঢাকা
জাতিসংঘ কবে গঠিত হয়?
– ১৯৪৫ সালের ২৪ শে অক্টোবর।
আরিফ
মুরাদনগর, কুমিল্লা
পূর্ণরূপ জানতে চাই-
NASA– National Aeronautics and Space Administration.

SHARE

Leave a Reply