মতিউর রহমান
জান দিয়েছে দেয়নি তবু
বাংলা ভাষার মান
নির্ভয়ে তাই গাইতে পারি
এমন ভাষার গান।
বরকত ভাইয়ের রক্ত দিয়ে
যে ভাষাটি কেনা
দেশ হতে দেশ দেশান্তরে
নয়তো অচেনা।
মাল্লা মাঝি রাখাল কিষান
যে ভাষাতে গায়
শিশুর মুখে মা বুলিটি
সে ভাষাতে পাই।
মতিউর রহমান
জান দিয়েছে দেয়নি তবু
বাংলা ভাষার মান
নির্ভয়ে তাই গাইতে পারি
এমন ভাষার গান।
বরকত ভাইয়ের রক্ত দিয়ে
যে ভাষাটি কেনা
দেশ হতে দেশ দেশান্তরে
নয়তো অচেনা।
মাল্লা মাঝি রাখাল কিষান
যে ভাষাতে গায়
শিশুর মুখে মা বুলিটি
সে ভাষাতে পাই।