নুফরাত জেরীন বখস
পাখিরা সব শান্ত হয়ে
ফিরবে যখন নীড়ে
মুয়াজ্জিনের কণ্ঠে আজান
চলবে যখন ধীরে।
সব কোলাহল ছাপিয়ে গিয়ে
শান্ত হবে সবে
সন্ধ্যাতারা দূর আকাশে
চুপটি করে রবে।
মিষ্টি বাতাস আস্তে করে
যাবে যখন বয়ে
আমি তখন নদীতীরে
একলা যাবো রয়ে।
নুফরাত জেরীন বখস
পাখিরা সব শান্ত হয়ে
ফিরবে যখন নীড়ে
মুয়াজ্জিনের কণ্ঠে আজান
চলবে যখন ধীরে।
সব কোলাহল ছাপিয়ে গিয়ে
শান্ত হবে সবে
সন্ধ্যাতারা দূর আকাশে
চুপটি করে রবে।
মিষ্টি বাতাস আস্তে করে
যাবে যখন বয়ে
আমি তখন নদীতীরে
একলা যাবো রয়ে।