মাহমুদুল হাসান নিজামী।
হিম শীতলে শীত নামিলো ভাবনা অনন্ত
কচু পাতায় শিশির কণা লাগছে দারুণ তো!
টিনের চালে শিশির ফোঁটা
ঘরটা শরদ করলো গোটা
বরফ শীতে সারা রাত
গিয়ে দেখি খুব প্রভাত
আম্মাজানে নাস্তা বানান-ভাঁপা পিঠার ধুম
মিষ্টি রোদের সোনা হাসি গায়ে লাগায় চুম
পুকুর পাড়ে মিষ্টি রোদে বুড়াবুড়ির দল
রোজ সকালে ঐ পুকুরে বর্ণালী উৎপল
একটু খানি মিষ্টি রোদে গা এলিয়ে সব
খোকা খুকি স্কুলে যায় কি যে কলরব
হিম শীতলে সন্ধ্যা নামে ঘন কুয়াশায়
খেজুর গাছে মিষ্টি রসে কলসী ভরে যায়।