Home ছড়া-কবিতা ফুল পাখিদের পাখায়

ফুল পাখিদের পাখায়

মোস্তফা হায়দার।

Ful-Pakhiderমনের মাঝে মন পেয়েছি
সাধন ফুলের আশায়
ভোর বিহানে জেগে দেখি
ফুল পাখিদের পাখায়।

ফুল পাখিরা গেয়ে ওঠে
সকাল বেলার গান
সোনামণির ঘুম ভেঙেছে
রাত পোহানোর তান।

খোকন সোনা রাগ করো না
সকাল তোমার শুরু
সারা দিনের ভালোবাসায়
তুমি গুরুর তরু।

দিনের আলোয় তোমার যাত্রা
তুমি মনো বাসনা
তোমার প্রাণে চেয়ে আছে
মাতা পিতার সাধনা।

SHARE

Leave a Reply