সানজীদ নিশান চৌধুরী।
হঠাৎ শুনি গর্জে ওঠে
বন্দুক এবং বোমা
মাকে ডেকে বলল ছেলে
কাঁপছে আকাশ ও মা।
দেখলেন মা জানালা দিয়ে
সারা শহর ঢাকা
জ্বলছে এবং পুড়ছে শুধু
রাস্তাগুলো ফাঁকা।
ব্রাশ ফায়ারের শব্দ কেবল
বারুদ পোড়া ঘ্রাণ
পড়ছে লুটিয়ে মাটির ওপর
মান না জানা প্রাণ।