Home নিয়মিত বলতে পারো বলতে পারো জানুয়ারী’ ১৪

বলতে পারো জানুয়ারী’ ১৪

Bolte-paroনভেম্বর ২০১৩ সংখ্যার প্রশ্নের সঠিক জবাব
১. শরৎকালে ২. লোহিত কণিকা ৩. ৮ সেপ্টেম্বর ৪. ১৮৮৫ সালে ৫. ত্রিপুরা ৬. সেন্টমার্টিন দ্বীপকে ৭. গারো পাহাড়ের ৮. গ্রহের ৯. তুর পাহাড়ে ১০. ৩টি।

জানুয়ারি ২০১৪ সংখ্যার প্রশ্ন
১.    বন শহর কোন্ দেশে অবস্থিত?
২.    আতা কোন্ প্রকার খাবার বস্তু?
৩.    পূর্ণ বয়স্ক মানুষের কয়টি দাঁত থাকতে পারে?
৪.    যানবাহনের মাঝে জাহাজ কোন্ ধরনের যান?
৫.    সুয়েজ খাল কোথায় অবস্থিত?
৬.    মানবজাতির একমাত্র জীবনবিধান কোন্ গ্রন্থ?
৭.    পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপের নাম কী?
৮.    আখের রস থেকে চিনি ও ভিনেগার ছাড়া আর কোন্ খাদ্যদ্রব্য প্রস্তুত হয়?
৯.    বন সৃষ্টির জন্য মাটিতে কী লাগাতে হয়?
১০.    মেঘ থেকে জমিনে কী নেমে আসে?
নভেম্বর’১৩ সংখ্যার সঠিক জবাবদাতা
লক্ষ্মীপুর : নুর আলম, আবদুজ্জাহের ভূঁইয়া আনাম, সোলতান মাহমুদ জামাল হোসেন, সদর। চট্টগ্রাম : সিফাত হাসনা ইফফাত, আবদুল্লাহ তামজীদ, সদর; আবিদা সুলতানা ঝিনুক, সাতকানিয়া। অন্যান্য জেলা : বিলকিছ আক্তার, দেবিদ্বার, কুমিল্লা; আয়েশা আক্তার, মুরাদনগর, ঐ; রাশেদুল ইসলাম রাজু, কয়রা, খুলনা; রুবিনা পারভীন, সদর, সাতক্ষীরা, সুমন আলী, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ; মোয়াকখেরুল ইসলাম, পীরগাছা, রংপুর; আবদুল কাদের, কেরানীগঞ্জ, ঢাকা।
এবার যারা পুরস্কার পেলো
১. বিলকিছ আক্তার, দেবিদ্বার, কুমিল্লা
২. আব্দুল্লাহ তামজীদ, সদর, চট্টগ্রাম
৩. রুবিনা পারভীন, সদর, সাতক্ষীরা
প্রিয় বন্ধুরা, বলতে পারো বিভাগের সঠিক জবাব দুই-চার মাসের পুরনো কিশোরকণ্ঠ খুঁজলেই পাবে। এ ব্যাপারে পিতা-মাতা, বড় ভাইবোন, শিক্ষক এবং যে কারো সহযোগিতাও নিতে পারো। সুতরাং বলতে পারো বিভাগে অংশ নিয়ে তুমিও পুরস্কার পেতে পারো। -বিভাগীয় পরিচালক

SHARE

Leave a Reply