মেসবাহ কামাল
শীতের বুড়ি, শীতের বুড়ি
হিম কুয়াশার চাদর মুড়ি
আসছে বুঝি ঐ
শিশির ভেজা পথ মাড়িয়ে
রোদ রাঙা পথ ছাড়িয়ে
যাচ্ছো তুমি কই?
শীতের বুড়ি, শীতের বুড়ি
আসবে আমার বাড়ি?
খেতে দেব চিতই পিঠা
খেজুর রসের হাঁড়ি।
মেসবাহ কামাল
শীতের বুড়ি, শীতের বুড়ি
হিম কুয়াশার চাদর মুড়ি
আসছে বুঝি ঐ
শিশির ভেজা পথ মাড়িয়ে
রোদ রাঙা পথ ছাড়িয়ে
যাচ্ছো তুমি কই?
শীতের বুড়ি, শীতের বুড়ি
আসবে আমার বাড়ি?
খেতে দেব চিতই পিঠা
খেজুর রসের হাঁড়ি।