Home তোমাদের কবিতা শীতের দিনে

শীতের দিনে

মো: ফয়সাল ইসলাম

হেমন্তের পর সবার মাঝে
এলো আবার শীত
তাইতো এবার গাইবো সবাই
নতুন করে গীত।
শীত সকালে দেরি করে
সূর্যি মামা ওঠে
মিষ্টি রোদের ছোঁয়া পেয়ে
ফুলকলিরা ফোটে।
খেজুর রস ও চিতই পিঠা
তার সাথে যে পায়েস
মিলে মিশে পিঠা খেয়ে
মিটাই মনের আয়েশ।

SHARE

Leave a Reply