রুহুল আমিন মুরাদ
রাতে ডাকে ঝিঁঝিপোকা
একটানা সুরে
সারা দেশে সন্ধ্যা নামে
সূর্য যখন দূরে।
রাতে যখন আঁধার নামে
সেই আঁধার ফুঁড়ে
মিটির মিটির জোনাক জ্বলে
সারা আকাশ জুড়ে।
রুহুল আমিন মুরাদ
রাতে ডাকে ঝিঁঝিপোকা
একটানা সুরে
সারা দেশে সন্ধ্যা নামে
সূর্য যখন দূরে।
রাতে যখন আঁধার নামে
সেই আঁধার ফুঁড়ে
মিটির মিটির জোনাক জ্বলে
সারা আকাশ জুড়ে।