নূর মোহাম্মদ
হিমেল হাওয়া হিম হিম করে
গায়ছে দেখো গীত,
শরীর আমার শির শির করে
শীত এসেছে শীত।
ভোর কুয়াশা সবুজ মাঠে ঘাটে
বিছায় শীতের চাদর,
মধুর ঊষা ভোর কুয়াশা কেটে
কখনও করে আদর।
চিতই পিঠা ভোর বিহানে মিঠা
খেজুর রসের তরে,
ভাপা পিঠা গুড় নারকেলে মিঠা
আকুল করে মোরে।
শাক সবজি শীতের সাথে সাথে
মাঠে-হাটে হাসে,
টোকাই যারা পায় না এসব খেতে
পোশাক কিনবে কিসে?