Home তোমাদের কবিতা পাখপাখালি

পাখপাখালি

শরিফুল ইসলাম শরিফ

নানান রকম পাখপাখালি
আমার এ দেশ জুড়ে
কেউ করে গান কিচিরমিচির
কেউ বা মধুর সুরে।
পাখির কলরবে আমার
ঘুমটি ভাঙে ভোরে
পাখপাখালির শোভা দেখো
কাছে এবং দূরে।

SHARE

Leave a Reply