Home ছড়া-কবিতা রাতদুপুরে

রাতদুপুরে

আল মাহমুদ|

Al-mahmudসবাই ঘুমিয়ে গেল রাতদুপুরে
চুপিসারে চলে এসে খোলা জানালা,
নিশীথের নিরালা নীল মুকুরে
দেখো দেখো, ভেসে যায় সোনার থালা।

সোনার বাসন কে যে আঁকে তিতাসে
ঢেউয়ে ঢেউয়ে ছলকায় রুপোর টাকা,
লোক নেই, জন নেই, পানির পাশে
গাছগুলো মনে হবে দুঃখমাখা।

নীরব বাতাস বেয়ে ভয়ের পাখি
হঠাৎ উড়াল দিয়ে আমের ডালে,
ভয়ের ভাষায় একা উঠবে ডাকি,
‘নিম নিম’ ভেসে যাবে জ্যোৎস্নাজালে।

ভূত নেই, ভয় নেই, দেখবে তুমি
যদি যাও জানালায় রাতদুপুরে,
আদিম বাংলাদেশে- বঙ্গভূমি
সকালে হারিয়ে যায় অনেক দূরে।

SHARE

1 COMMENT

Leave a Reply