আহসান হামিদ|
হেমন্তিকা এলো বলে শিশির ঝরে পড়ে
তারই ছোঁয়ায় সবুজ পাতা ওঠে নড়েচড়ে।
ধূসর চাদর গায়ে দিয়ে কুয়াশা নেমে আসে
যায় না দেখা হেঁটে গেলে কে রয়েছে পাশে।
রাতেই ফুটে রাতেই ঝরে শুভ্র শেফালিকা
সেই ফুলে মালা গাঁথে ছোট্ট মালবিকা।
পদ্মা-মেঘনায় ওঠে না তো বড় বড় ঢেউ
এপার-ওপার হতে আর ভয় পায় না কেউ।
কিষাণ-বধূর মনের মাঝে নতুন ধানের আশা
নবান্নের জন্য তার রয়েছে ভালোবাসা।
পিঠাপুলির ঘ্রাণে আহা ভরবে বাড়িঘর
এমন করে হেমন্তিকা রাঙবে জীবনভর।