Home ছড়া-কবিতা বিজয়ের কবিতা বিজয়ের কবিতা December, 2013 মুহার্যি মোতালেব| রক্ত সাগর পাড়ি দিয়ে প্রত্যাশিত ‘বিজয়’ আসে, স্বাধীনতার পূর্ণরবি উঠলো ভেসে পুব আকাশে। মুক্ত হলো এদেশবাসী সবার মুখে ফুটলো হাসি। কাক্সিক্ষত এই বিজয়টাকে সমুন্নত রাখতে হবে স্বাধীনতা রাখতে অটুট সবার সজাগ থাকতে হবে।
কবিতা পড়ে খুবই ভাল লাগল। মনের ভিতর স্বাধীনতা রক্ষার প্রতিজ্ঞা নিলাম।