আবুল হোসেন আজাদ|
বিজয়ের মাস এলে
মনটা আমার হয় যে উদাস
স্মৃতির পাতা মেলে।
যুদ্ধে গিয়ে একাত্তরে আমি
দীর্ঘ ন’মাস যুদ্ধ করে শেষে
হার না মেনে থামি।
তখন ছিল না তো জানা
বন্ধু বেশে শত্রু এসে
এদেশে দেবে হানা।
দেশের মানুষ ক্রুদ্ধ
অস্ত্র হাতে প্রতিরোধে
শুরু মুক্তিযুদ্ধ।
জন্মভূমি আমার এদেশ চেনা
তার বাঁচাতে আমি মুক্তি সেনা
উত্তাল দিনের সেসব স্মৃতি
জানে না আজ কে না?
সব বাধা পথ পেরিয়ে ভয়
ষোলই ডিসেম্বরে পেলাম
কাক্সিক্ষত সেই জয়Ñ
আমরা এখন মুক্ত স্বাধীন
নেই আমাদের ক্ষয়।
স্মৃতির পাতা মেলে
আমরা আছি স্বপ্ন সুখে
আশার আলো জ্বেলে।