Home ছড়া-কবিতা শালুক সুখের দিনে

শালুক সুখের দিনে

শামিল আরাফাত|

Shalukস্বপ্নগুলো উড়ছে আমার
উড়ছে আকাশ জোড়া
দুঃখগুলো জ্বলছে জ্বলুক
কেয়ার করি থোড়া
থোড়াই আমি আমার ভেতর
করি বসবাস
আমার আমি যাই হারিয়ে
গোমতী নদীর পাশ

গোমতী নদীর আলের ওপর
গন্ধ শুঁকি নীলের
নীলের কাছে গল্প বলি
বাড়ির পাশে বিলের
বিলের গায়ে রূপের বিভা
সাজে নিরবধি
শীতের দিনে পাতার সবুজ
বর্ষা এলে নদী

নদীর বুকে কলার ভেলায়
শাপলা তোলার ধুম
শালুক সুখের দিনে আমার
পালায় চোখের ঘুম
পালায় আমার দু:খগুলো
সর্ষে ফুলের ঠোঁটে
ঠোঁটের কোণে হাসির রেখা
বেলির মতো ফোটে

ফোটে সবুজ তিতির ডগায়
কল্পলোকের মুখ
চোখে-মুখে দুষ্টু হাসি
স্বপ্ন পুষে বুক
বুকের সাহস দেখে যখন
আকাশ নামে পাশে
আমি তখন যাই মিশে যাই
শ্যামল দুর্বা ঘাসে।

SHARE

1 COMMENT

Leave a Reply