ইশফাকুর রহমান কাজী
নীল আকাশের নিচে
পৃথিবীর বুকে
সবার সেরা একটি দেশ
আমার প্রিয় জন্মভূমি
সোনার বাংলাদেশ।
রূপের খনি এদেশ ওরে
আমার প্রাণের প্রাণ
এ যে আমার জন্মভূমি
আমার জন্মস্থান।
জন্ম আমার ধন্য ওরে
জন্ম নিয়ে বাংলার কোলে।
ইশফাকুর রহমান কাজী
নীল আকাশের নিচে
পৃথিবীর বুকে
সবার সেরা একটি দেশ
আমার প্রিয় জন্মভূমি
সোনার বাংলাদেশ।
রূপের খনি এদেশ ওরে
আমার প্রাণের প্রাণ
এ যে আমার জন্মভূমি
আমার জন্মস্থান।
জন্ম আমার ধন্য ওরে
জন্ম নিয়ে বাংলার কোলে।