ইলিয়াস পাটওয়ারী
ফিরবে কখন খোকন বাড়ি
লাগছে ফাঁকা ঘর
কে যাবে আজ আনতে তাকে
ইস্কুল ছুটির পর
ফিরবে খোকন দুপুর বেলায়
ইস্কুল ছুটি হলে
মা যেন যান আনতে তাকে
খোকন গেছে বলে।
তাইতো মায়ের ব্যস্ততা খুব
সকাল থেকে আজ
আনতে যাবেন খোকনকে মা
সামলে সকল কাজ।
আসবে খোকন হাত ধরে মার
দেখবে খুশি তাকে
প্রাণের চেয়েও বেশি যে সে
মাকে ভালোবাসে।