মো: আমিরুল ইসলাম
হিম হিম লাগছে
ঠোঁট দুটো কাঁপছে
হাঁটু দুটো অবিরাম
ঠক ঠক বাজছে।
হেলে দুলে হাঁটছে
শীত বুড়ি আসছে
পাতাগুলো গাছ ছেড়ে
কোথা উড়ে যাচ্ছে?
সূর্যের তেজও যেন
আজ ভয় পাচ্ছে
হনহনে তাই বুঝি
দূরে ছুটে যাচ্ছে।
মো: আমিরুল ইসলাম
হিম হিম লাগছে
ঠোঁট দুটো কাঁপছে
হাঁটু দুটো অবিরাম
ঠক ঠক বাজছে।
হেলে দুলে হাঁটছে
শীত বুড়ি আসছে
পাতাগুলো গাছ ছেড়ে
কোথা উড়ে যাচ্ছে?
সূর্যের তেজও যেন
আজ ভয় পাচ্ছে
হনহনে তাই বুঝি
দূরে ছুটে যাচ্ছে।