Home তোমাদের কবিতা এই পতাকায়

এই পতাকায়

এস এম শহীদুল আলম

এই পতাকায় জেগে ওঠে নয়টি মাসের গল্প,
শত্রুসেনা করতে ঘায়েল দেয়নি জীবন অল্প!
এই পতাকায় মিশে আছে গোলাপ জবা রক্ত,
ভালোবাসায় মিনার গড়ে মায়ের ছিলো ভক্ত।

এই পতাকায় পাই যে খুঁজে বীর শহীদের মান,
আকাশ সমান হৃদয় কাড়া মানবতার গান।
এই পতাকায় ভাই হারানো বোনের মুখে হাসি,
পরিপাটি সবুজ বুকে ফলায় সোনা চাষি।

এই পতাকায় যায় যে শোনা মাখ্লুকাতের গান,
স্বাধীনতায় হেসে খেলে মধুর শান্তি পান।
লাল-সবুজের এই পতাকা রক্ত-ঘামে কেনা,
তাঁদের কাছে দেশ-জনতার আছে হাজার দেনা।

SHARE

Leave a Reply