Home তোমাদের কবিতা ডিসেম্বরে

ডিসেম্বরে

শামীম সাখাওয়াত

একাত্তরে বিজয় এলো
দীর্ঘ ন’মাস শেষে
লেজ গুটাল ধূর্ত শিয়াল
ঘাতক সর্বনেশে।

উঠল হেসে বনের সবুজ
উঠল হেসে পাখি
সূর্যিমামা রক্ত নেয়ে
মেলল ভোরে আঁখি।

শিশুর মুখে ফুটল হাসি
ফুটল যে ফুল বাগে
গাইল কোকিল মনের সুখে
আকুল অনুরাগে।

স্বাধীন হল স্বদেশ আমার
মুক্ত হলো জাতি
ডিসেম্বরে সব ভুলে তাই
জয়োল্লাসে মাতি।

SHARE

Leave a Reply