এম আবু বকর শান্ত
এইতো মুক্ত হয়েছি আর বাধা নাই
বিশ্বমাঝে খুঁজে পাই এ দেশের ঠাঁই।
বিজয়ে করে গুঞ্জন প্রকৃতি সদায়
দেখি পাখির ডানায় গাছের পাতায়।
প্রতিদিন ফুল ফোটে শিল্পী গেয়ে যায়।
শিশু খেলে চাঁদ ওঠে বিজয় মেলার
আকাশে বিজয় তারা ওঠে হাজার।
এম আবু বকর শান্ত
এইতো মুক্ত হয়েছি আর বাধা নাই
বিশ্বমাঝে খুঁজে পাই এ দেশের ঠাঁই।
বিজয়ে করে গুঞ্জন প্রকৃতি সদায়
দেখি পাখির ডানায় গাছের পাতায়।
প্রতিদিন ফুল ফোটে শিল্পী গেয়ে যায়।
শিশু খেলে চাঁদ ওঠে বিজয় মেলার
আকাশে বিজয় তারা ওঠে হাজার।