Home তোমাদের কবিতা ষোলই ডিসেম্বর

ষোলই ডিসেম্বর

ফাতেমা তুজ জোহরা

আমার গাঁয়ের দিঘি জলে
শাপলা পাতার ফাঁকে
একাত্তরের নির্মমতার
স্মৃতি পিছু ডাকে।
হয়তো আমার ছোট্ট গাঁয়ে
শিশির ঝরা গ্রাসে
উদাসিনী পল্লীবালার
অশ্রু যেত মিশে।
হয়তো গাঁয়ের রাস্তাঘাটে
চাষি জেলে তাঁতী
স্বাধীনতার সুখটুকু
খুঁজবে আঁতিপাঁতি।
বিজয় এলো যেই
সেসব এখন নেই।

SHARE

Leave a Reply