Home তোমাদের কবিতা রূপ বিভোরে

রূপ বিভোরে

মুহাম্মদ আবু সাঈদ

আকাশ ভরা তারার মেলা
নদীর বুকে নীল
হিম কুয়াশার বেজায় দাপট
ভয় করে না চিল।
সবুজ ক্ষেতের শস্য দোলে
হাতছানি দেয় বন
ফুল বাগানের সুবাস টানে
উদাস হয় মন।
হাওর-বাঁওড় পদ্ম আকর
শাপলা শালুক ঢের
রূপ বিভোরে সূর্য ডোবে
পাই না মোটে টের।

SHARE

Leave a Reply