মাহিন মুবাশশির
একটি ছেলে বসে বসে
আপন মনে ভাবে
আজকে সে ঘর ছাড়বে
অনেক দূরে যাবে।
কল্প পাখায় ভর দিয়ে
স্বপ্নলোকে নাবে
কুসুম কুসুম ইচ্ছে তার
নতুন সুর পাবে।
যাবে সে মেঘের দেশে
মেঘ বালিকার সাথে
তারার সাথে করবে খেলা
জোনাক জ্বলা রাতে।
মাহিন মুবাশশির
একটি ছেলে বসে বসে
আপন মনে ভাবে
আজকে সে ঘর ছাড়বে
অনেক দূরে যাবে।
কল্প পাখায় ভর দিয়ে
স্বপ্নলোকে নাবে
কুসুম কুসুম ইচ্ছে তার
নতুন সুর পাবে।
যাবে সে মেঘের দেশে
মেঘ বালিকার সাথে
তারার সাথে করবে খেলা
জোনাক জ্বলা রাতে।