সুমন রায়হান
মাঠ ভরা পাকা ধান
কাটে আর গায় গান।
চাষিদের গানের সুর
ভেসে যায় বহু দূর।
সেদিনের বোনা ধান
আজ হল সোনা ধান।
ধানে ধানে ভরা দেশ
গানে গানে ছড়া শেষ।
সুমন রায়হান
মাঠ ভরা পাকা ধান
কাটে আর গায় গান।
চাষিদের গানের সুর
ভেসে যায় বহু দূর।
সেদিনের বোনা ধান
আজ হল সোনা ধান।
ধানে ধানে ভরা দেশ
গানে গানে ছড়া শেষ।