এইচ এস সরোয়ারদী
বন্ধু তুমি এসো গাঁয়ে
দেব পিঠা পুলি
সারা অঙ্গে মাখিয়ে দেব
শিশির ফোঁটাগুলি
ধানের ক্ষেতে তোমায় নিয়ে
ছুটবো খালি পায়ে
এসো বন্ধু এসো কিন্তু
বকুল ফুলের গাঁয়ে।
এইচ এস সরোয়ারদী
বন্ধু তুমি এসো গাঁয়ে
দেব পিঠা পুলি
সারা অঙ্গে মাখিয়ে দেব
শিশির ফোঁটাগুলি
ধানের ক্ষেতে তোমায় নিয়ে
ছুটবো খালি পায়ে
এসো বন্ধু এসো কিন্তু
বকুল ফুলের গাঁয়ে।