আলমগীর কবির
একটা পাখি খাঁচায় ছিলো
মুক্ত হবার আশায় ছিলো
সবার বুকের ভাষায় ছিলো
আবেগ ভালোবাসায় ছিলো।
রক্ত সাগর পেরিয়ে এসে
বাধার পাহাড় গুঁড়িয়ে শেষে
মুক্ত পাখি উঠলো হেসে
আমার সোনার বাংলাদেশে।
আলমগীর কবির
একটা পাখি খাঁচায় ছিলো
মুক্ত হবার আশায় ছিলো
সবার বুকের ভাষায় ছিলো
আবেগ ভালোবাসায় ছিলো।
রক্ত সাগর পেরিয়ে এসে
বাধার পাহাড় গুঁড়িয়ে শেষে
মুক্ত পাখি উঠলো হেসে
আমার সোনার বাংলাদেশে।