কে জি মোস্তফা
আমরা শিশু মায়ের কোলে
ফুলের মতো থাকি
হিল্লোলে তার চোখেমুখে
স্বপ্ন কত আঁখি।
আমরা শিশু আলোর পাখি
কল্লোলে প্রাণ ভরি
হেমন্তেরই কচিপাতা
বাতাসে মর্মরি।
বড় হয়ে আমরা হবো
যোগ্যতর মানুষ
থাকতে চাই না বোকাসোকা
চোখ ধাঁধানো ফানুস।
আমরা হবো স্বাধীন দেশের
সভ্য নাগরিক
জ্ঞান-গরিমায় ছড়িয়ে যাবো
বিশ্বে দিগি¦দিক।