Home ছড়া-কবিতা আমার গাঁয়ের ছবি

আমার গাঁয়ের ছবি

আলতাফ হোসাইন রানা

সবুজ শ্যামল ছায়ায় ঘেরা আমার ছোট্ট গ্রাম
ছোট্ট তবু স্বর্গ যেন চাঁদশী যে তার নাম।

টরকী নদী পাশ দিয়ে তার ছলছলিয়ে বয়
দুই কূলে তার কাশের শোভা হৃদয় কেড়ে লয়।
ছবির মতো দাঁড়িয়ে আছে হাজারো দালান ঘর
সবার সাথে সুখের মিলন নেইকো আপন পর।

রাখাল ছেলে যায় ছুটে যায় আপন কাজের মাঝে
পাল তুলে যায় গাঁয়ের মাঝি সকাল-দুপুর সাঁঝে।
রূপোর মতো শিশিরকণা ঝিলিক মারে ঘাসে
ফুলের শোভা পাখির গানে সূর্যি নেমে আসে।

জন্মভূমি গ্রামটি আমার জাদুর ছোঁয়া জানে
উদাস করা মনটি যে তাই তাহার কাছে টানে।

SHARE

Leave a Reply