Home ছড়া-কবিতা হেমন্তের গান

হেমন্তের গান

হেলাল আনওয়ার

পাকা পাকা ধান
পাখিদের গান
আভা আভা শীত
হেমন্তে শোনা যায়
পাপিয়ার গীত।

সোনালি ধানের ক্ষেতে
কিষাণেরা ওঠে মেতে
ভরে ঐ ধানের গোলা
কিষাণের ঘরে ঘরে
বসে যেন মেলা।

স্বপ্নের ধান কাটে
গায়েতে ঘাম ছোটে
নেই তবু ক্লান্তি
নবান্নে এলো ধান
এই তার শান্তি
নতুন চালের পিঠা
কত কাজ এটা-সেটা।

কিষাণীর হয় না ভুল
হেমন্তের ধানে যেন
সুবাস অতুল।

গ্রীষ্ম গেল চলে
শীত তাই এলো বলে
এইতো হেমন্ত কাল
আভা আভা শীত
শিশির সকাল।

SHARE

1 COMMENT

Leave a Reply