Home ছড়া-কবিতা হেমন্তের রূপ

হেমন্তের রূপ

আবদুল হালীম খাঁ

শরৎ শেষে হেমন্ত হেসে এসেছে ফিরে গাঁয়,
আকাশে আর সে কালো মেঘ দেখা নাহি যায়।
সকালবেলা পথের ঘাসে মণি মুক্তা দানা,
গাঁয়ের বাঁকে ঝুলিয়েছে সে শুভ্র শাড়িখানা।

শান্ত নদী শান্ত হাওয়া বইছে ঝিরি ঝিরি,
শানবাঁধা পুকুরের জেগেছে কয়েক সিঁড়ি।
পথে ঘাটে নেই আর সেই আগের মতো পাঁক,
গাছে গাছে পাখপাখালির যায় না শোনা ডাক।

মাঠে মাঠে পাকা ধানের মউ মউ ঘ্রাণ
কৃষক আর কিষাণিদের যাচ্ছে ভরে প্রাণ।
স্রোতের টানে নদী এখন ভাঙে না তার কূল,
নতুন চরে রইছে ফুটে শুভ্র কাশ ফুল।
কূলে বাঁধা সারি সারি জেলে-বেঁদের নাও,
দূরে বাঁকা কাজল কালো শান্ত নীরব গাঁও।
সাঁঝের বেলা গাঁয়ের পাশে জ্বালায় সে ধূপ,
হেমন্তের মন ভুলানো শোভা অপরূপ।

SHARE

Leave a Reply