Home ছড়া-কবিতা হেমন্তের দিনগুলো

হেমন্তের দিনগুলো

এ কে আজাদ

হিমালয়ের ওপার থেকে হিমেল হাওয়া এসে
মিষ্টি রোদে ধানের ক্ষেতে উঠলো মধুর হেসে।
ধান কাটা যে হলো সারা ভরলো ধানের গোলা
কিষাণ মুখে গানের সুরে ইস্ কি সুখের দোলা!
ধান ভানতে কলের মেশিন চলল হাওয়ার বেগে
নতুন চালের নবান্নতে উঠলো  গেরাম জেগে।
নতুন চালের ক্ষীরের গন্ধে মুখে পানি আসে
দুধের পিঠা হাঁড়ির ভেতর মুচকি দিয়ে হাসে।
মায়ের হাতের পিঠা পুলি এ ঘর ও ঘর ছুটে
সকাল বেলায় হিরের কুচি ঘাসের ডগায় ফোটে।
হেমন্তের এই দিনগুলো আহ্ মধুর রসে ভরা
এমনই সুখ থাক্ না দেশে থাক্ না জীবন জোড়া।

SHARE

Leave a Reply