Home ছড়া-কবিতা হেমন্তের হাসি

হেমন্তের হাসি

সোনিয়া সাইমুম বন্যা

হিম কুয়াশার চাদর পড়ে
আসলো ঘরে হেমন্ত,
গরম ভাঁপা পিঠার ভাপে
জুড়িয়ে যায় মন তো।
আলসে ভোরের ঘুম ভাঙে না
কনক ঝরা রোদ্দুরে,
ঢেউ খেলে যায় রূপসী মাঠ
চোখের সীমা যদ্দূরে।
সোনা বরণ হৃদয় হরণ
ফসল জোড়া প্রান্তরে,
খুশির কপাট দিচ্ছে মেলে
কিষাণ চাষির অন্তরে।
হেমন্ত যে মায়ের হাসি
ছড়িয়ে যায় বুক জুড়ে,
ডাক দিয়ে যায়, ভাবনা রেখে
আয় কে নিবি সুখ মুড়ে?

SHARE

Leave a Reply