Home ছড়া-কবিতা আটকে গেলাম ফাঁদে আটকে গেলাম ফাঁদে November, 2013 এনায়েত রসুল ছিলাম আমি মহাসুখে ছিলো বাগান বাড়ি ব্যাংকে ছিলো কালো টাকা নামীদামি গাড়ি। অপার ছিলো ক্ষমতা আর লম্বা ছিলো হাত ভাগ্য আমার খুলে দিতো আঁধারঘেরা রাত। একরাতে সব উল্টে গেলো আটকে গেলাম ফাঁদে এমন কেউ নেই এখন আর আমার দুঃখে কাঁদে।