Home ছড়া-কবিতা নদী

নদী

রওশন মতিন

সারাটাক্ষণ চুপটি থাকিস
ঠিক যেন তুই বর্ণমালার ছবি
মনের খাতায় কী যে আঁকিস
আচ্ছা নদী, তুই কি কোনো কবি?

মুক্তোভরা রঙিন ঝিনুক
রাখাল ছেলে নাই বা চিনুক
কিন্তু নদী কাকডাকা সেই ভোরে
রাখালিয়া মোহন বাঁশি
দেয় না কি ডাক তোরে!

ওই যে কত ঘাসের চাদর
ওই যে কত ফুলের আদর
আপন করে, বন্ধু করে নিস্
সবার কাছে ঢেউয়ের চিঠি দিস্।

বলতে পারিস, ছোট্ট নদী ভাল্লাগে না কেন
ক্লাসের পড়া ছবির খাতা-এসব টুকিটাকি
কেবল তোর কাছে মন ছুটে যায় কেন?
নদী, তুই কি কোনো জাদু জানিস নাকি!

SHARE

Leave a Reply