জামাল জাওহার
বাংলা আমার রূপের রানী
বাংলা ভালোবাসি।
ভোরে আকাশ মিষ্টি হাসে
পুষ্প রাশি রাশি।
কাজল বিলে শাপলা হাসে
রূপের রানী সেরা
বাংলা আমার মুগ্ধ মাখা
ভালবাসায় ঘেরা।
জামাল জাওহার
বাংলা আমার রূপের রানী
বাংলা ভালোবাসি।
ভোরে আকাশ মিষ্টি হাসে
পুষ্প রাশি রাশি।
কাজল বিলে শাপলা হাসে
রূপের রানী সেরা
বাংলা আমার মুগ্ধ মাখা
ভালবাসায় ঘেরা।