অছিকুর রহমান সৌরভ
আকাশ মাঝে মেঘের ভেলা
ভাসে নিরবধি
তারই মাঝে হঠাৎ আবার
সূর্য হাসে যদি।
কাশবনে মিষ্টি বাতাস
নিবিড় ছোঁয়া দিয়ে
হারিয়ে যায় দূর অজানায়
মিষ্টি সুবাস নিয়ে।
অছিকুর রহমান সৌরভ
আকাশ মাঝে মেঘের ভেলা
ভাসে নিরবধি
তারই মাঝে হঠাৎ আবার
সূর্য হাসে যদি।
কাশবনে মিষ্টি বাতাস
নিবিড় ছোঁয়া দিয়ে
হারিয়ে যায় দূর অজানায়
মিষ্টি সুবাস নিয়ে।